Custom Search

Wednesday, August 3, 2016

তুমি যেন কে ছিলে?

ঘুমের এই শহর
ঘুমন্ত মন
স্বপ্নে স্বপ্নে কাঁটে
মূহর্ত ক্ষণ!
কোন সে সময়-
তার কোন সে মায়াতে-
জীবন কেঁটে যায়
শূন্য ছায়াতে!
ছায়াহীন জীবনের কি যে
এক মায়া-
ফিরে আসে,ফিরে যায়
স্বপ্নীল কায়া!
দলে দলে যোগ দেয়
হারানোর মিছিলে
আবার কে ফিরে চায়-

"তুমি যেন কে ছিলে?"

No comments:

Post a Comment