Custom Search

Saturday, March 14, 2015

ফিরে দেখা

তোর চোখের মাপের
আকাশ আমি নই
তাই উড়তে বলিনি তোকে
তোর মনের মাপের
বাসাও নেই এ বুকে
তাই বসতে বলিনা আর
কিন্তু পাখি....তবু বলি শোন
আমার আকাশে
সীমানা রাখিনি আমি
খাঁচাও রেখেছি খুলে
ফিরে দেখিস
তোর আকাশে ঝড় এলে। (রুদ্র গোস্বামী)

No comments:

Post a Comment