- ওকে ফাইন।আমি রাজি আপনার প্রস্তাবে।আই লাভ ইউ ঠু।এখন কি করতে হবে আমাকে বলেন?আপনার হাত ধরে ঢ্যাং ঢ্যাং করে হাটতে হবে রাস্তায় রাস্তায়?
- না ।
- তাহলে ?পার্কে গিয়ে জাবর কাটার মতো বাদাম চিবুতে হবে বিকেলে?
- উহু ।
- রিক্সায় বসে লোকালয়ে চুমু খেতে হবে আপনাকে?
- মোটেওনা ।
- তো ?গোপনে গোপনে আপনার খালি বাসায় গিয়ে ঢুকতে হবে?
- ছিঃ ছিঃ এসব কি বলছো !
- তাহলে কি চাইটা কি আপনার আমার কাছে।কি করবেন আপনি আমাকে দিয়ে ?
- আসলে ওসব কিছুই করতে হবে না তোমাকে।চাওটা সামান্যই বলতে পারো.....
শুধু মাঝে মাঝে নদীর তীরে দাড়িয়ে দমকা বাতাসে তোমার চুলের বাঁধন খুলে দিও যাতে করে তোমার মুখে এসে পড়া চঞ্চল চুল সাজানোর ছলে তোমার কপালে একটু আঙুলে ছোঁয়াতে পারি ।
দূর থেকে তোমাকে দেখে ভয়ে আঁধপোড়া সিগারেটটা ছুড়ে ফেলার সুযোগটুকু দিও ।
দীর্ঘ সময় অপেক্ষা করানোর অপরাধে তোমার সামনে অবাধ্য ছাত্রের মতো কানে ধরে দাড়িয়ে থেকে তোমার অভিমানকে মুচকি হাসিতে বদলে ফেলতে দিও ।
চলন্ত বাসে ক্লান্তিতে তোমার গভীর ঘুমাচ্ছন্নকালে তোমার পাশের সিটটায় বসে তোমার ঢলে পড়া মাথাটাকে আমার কাঁধে রাখার অধিকারটুকু দিও ।
বাসায় ফিরে তোমার অগোচরে তোমার ব্যাগে আমার লুকিয়ে রাখা নীলরঙা চুরীর অস্তিত্ব আবিষ্কার করতে পেরে"পাগল একটাহ!"বলে একটু হেসে নিও ।
এইতোহ!এটুকুই চাওয়া !আজ আসি তাহলে?কেমন?
- এইযে শুনুন?
- জি ??
- কাল থেকে আমাকে কিন্তু রোজ আমার বাসা পর্যন্ত এগিয়ে দিতে হবে।
(হাফিজ আল আসাদ)
- না ।
- তাহলে ?পার্কে গিয়ে জাবর কাটার মতো বাদাম চিবুতে হবে বিকেলে?
- উহু ।
- রিক্সায় বসে লোকালয়ে চুমু খেতে হবে আপনাকে?
- মোটেওনা ।
- তো ?গোপনে গোপনে আপনার খালি বাসায় গিয়ে ঢুকতে হবে?
- ছিঃ ছিঃ এসব কি বলছো !
- তাহলে কি চাইটা কি আপনার আমার কাছে।কি করবেন আপনি আমাকে দিয়ে ?
- আসলে ওসব কিছুই করতে হবে না তোমাকে।চাওটা সামান্যই বলতে পারো.....
শুধু মাঝে মাঝে নদীর তীরে দাড়িয়ে দমকা বাতাসে তোমার চুলের বাঁধন খুলে দিও যাতে করে তোমার মুখে এসে পড়া চঞ্চল চুল সাজানোর ছলে তোমার কপালে একটু আঙুলে ছোঁয়াতে পারি ।
দূর থেকে তোমাকে দেখে ভয়ে আঁধপোড়া সিগারেটটা ছুড়ে ফেলার সুযোগটুকু দিও ।
দীর্ঘ সময় অপেক্ষা করানোর অপরাধে তোমার সামনে অবাধ্য ছাত্রের মতো কানে ধরে দাড়িয়ে থেকে তোমার অভিমানকে মুচকি হাসিতে বদলে ফেলতে দিও ।
চলন্ত বাসে ক্লান্তিতে তোমার গভীর ঘুমাচ্ছন্নকালে তোমার পাশের সিটটায় বসে তোমার ঢলে পড়া মাথাটাকে আমার কাঁধে রাখার অধিকারটুকু দিও ।
বাসায় ফিরে তোমার অগোচরে তোমার ব্যাগে আমার লুকিয়ে রাখা নীলরঙা চুরীর অস্তিত্ব আবিষ্কার করতে পেরে"পাগল একটাহ!"বলে একটু হেসে নিও ।
এইতোহ!এটুকুই চাওয়া !আজ আসি তাহলে?কেমন?
- এইযে শুনুন?
- জি ??
- কাল থেকে আমাকে কিন্তু রোজ আমার বাসা পর্যন্ত এগিয়ে দিতে হবে।
(হাফিজ আল আসাদ)
No comments:
Post a Comment