Custom Search

Saturday, June 21, 2014

হৃদয়

হৃদয়ের ঝড়ে আকাশ পাতাল কত ডাকাডাকি
সারারাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি
কত সাধ নিবিড় করে তোমাকে ভালবাসি
তোমার জন্য আমার এত কান্না হাসি
কেন যে মনে হয় বোঝোনা আমাকে
তোমারি কারনে ফিরিয়ে দিলাম পৃথিবীকে
হৃদয়ের ঝড়ে আকাশ পাতাল কত ডাকাডাকি
সারারাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি
কত সাধ নিবিড় করে তোমাকে ভালবাসি
তোমার জন্য আমার এত কান্না হাসি
কেন যে মনে হয় বোঝোনা আমাকে
তোমারি কারনে ফিরিয়ে দিলাম পৃথিবীকে
স্বপ্নের বুকে আকাশ নদীর কত মাখামাখি
ঘুম হারা দুচোখে তুমিও দেখ নাকি?
মন চায় তোমায় নিয়ে অনুভবে ভাসি
তোমার জন্য আমার এত কান্না হাসি
কেন যে মনে হয় বোঝোনা আমাকে
তোমারি কারনে ফিরিয়ে দিলাম পৃথিবীকে...[Artist: এলিটা/মাহাদী]

No comments:

Post a Comment